সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৮ জনের মৃত্যু এবং ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদায় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কাদাই গ্রামের আব্দুল কাশেমের ছেলে মমিন (৪৫), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩২), আব্দুল হামিদের ছেলে সানোয়ার হোসেন (৩০), আব্দুল আলিমের ছেলে সজিব (১৪), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৬) ও আমিনুল ইসলামের ছেলে রাজ, আবুল হোসেনের ছেলে হাবিব (২৫) ও মেগা শেখের ছেলে মুদী দোকানদার আব্দুস সাত্তার। তাদের মধ্যে ৪ জন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও ৩ জন ছাত্র।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কাদাই মাদ্রসা এলাকায় একটি টিনের মুদি দোকান (টং দোকান) স্থানীয় ১০ জন মিলে স্থানান্তর করতে যান। এ সময় উপরে টানানো বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে আহত হন তারা। এলাকাবাসী তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।
এদিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম ৮ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।