লোকালয় ২৪

সিমেন্টে প্রাণ গেল ১৯ জনের!

সিমেন্টে প্রাণ গেল ১৯ জনের!

লোকালয় ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যে সিমেন্টের বস্তাবোঝাই একটি ট্রাক উল্টে ১৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত ১০ জন। আজ শনিবার সকালে রাজ্যের ব্যস্ত আহমেদাবাদ-দোলেরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপারিনটেনডেন্ট আর ভি আসরি এএফপিকে বলেন, নিহত ১৯ জনের মধ্যে ১২ জন নারী, তিন কিশোর ও চারজন পুরুষ। ট্রাকটি পিপাভান পোর্ট থেকে আসছিল। এই শ্রমিকেরা আনন্দ জেলায় খেতে কাজ করতে যাচ্ছিলেন। ট্রাকটি উল্টে যাওয়ার পর তাঁরা সবাই সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার উত্তরাখন্ড রাজ্যে পৃথক এক দুর্ঘটনায় ১১ জন নিহত হন। সেখানে হেঁটে মন্দিরে যাচ্ছিল—এমন একদল তীর্থযাত্রীর ওপর একটি চলন্ত ট্রাক উঠে যায়।

ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়। গত মাসে উত্তর প্রদেশ রাজ্যে ট্রেনের চাপায় একটি স্কুলবাসে থাকা ১৩ শিশু নিহত হয়। বেশির ভাগ দুর্ঘটনাই খারাপ সড়ক, অব্যবস্থাপনা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে ঘটে থাকে।