লোকালয় ২৪

সিপিডির দাবি জাস্ট রাবিশ: অর্থমন্ত্রী

সিপিডির দাবি জাস্ট রাবিশ: অর্থমন্ত্রী

লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে বলে দাবি করা বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণাকে ‘জাস্ট রাবিশ’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘একটা দেশের অর্থনীতি সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা না থাকায় তারা এই মন্তব্য করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুরে বিমানে তিনি সিলেটে পৌঁছান। মাজার জিয়ারত শেষে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন অর্থমন্ত্রী। দরগা গেট এলাকায় তিনি লিফলেট ও প্রচারপত্র বিলি করেন।

মন্ত্রী বলেন, ‘সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোটারদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে।’ এসময় তিনি ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানান।