লোকালয় ২৪

সিনেমা স্টাইলে মশা মারার ওষুধ দিলে কাজ হবে না: নাসিম

সিনেমা স্টাইলে মশা মারার ওষুধ দিলে কাজ হবে না: নাসিম

ঢাকা- সিনেমার স্টাইলে প্রধান রাস্তায় মশা মারার ওষুধ দিলে কাজ হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম.

বুধবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেঙ্গু প্রতিরোধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক অস্থিরতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, সিনেমার স্টাইলে মেইন রাস্তায় মশা মারার ওষুধ দিলে কাজ হবে না। এডিস মশার যেখানে জন্ম সেসব জায়গায় ওষুধ প্রয়োগ করেন। প্রয়োজনে সমস্ত আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে কাজে লাগান ডেঙ্গু নির্মূলে। সবার সম্মিলিত এবং কার্যকরী উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিজে ডেকে বলেছি। আপনারা আগে থেকে ডেঙ্গু প্রতিহত করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু তারা কি করেছে আমার বুঝে আসছেনা। পরিস্থিতি দেখে মোকাবিলা করার পদক্ষেপ নিতে হয় সেটাও তারা বোঝে না।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কর্মীরা যেহেতু ঠিকভাবে কাজ করে না, তাহলে তাদেরকে কেন বেতন দেয়া হয়। সকলকেই কাজে নিয়োজিত করে ডেঙ্গু মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন তিনি ‘

ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অভিভাবকগণ এই ডেঙ্গু আতঙ্কে ছেলে মেয়েকে স্কুলে যেতে দিতে ভয় পাচ্ছেন।’ শিক্ষা মন্ত্রীকে আহ্বান করে বলেন, ‘কয়েকদিন পরই তো ঈদের ছুটি এমনিতেই দিতে হবে, আপনারা কয়েকদিন আগে ঈদের ছুটি দিয়ে দিন। তাহলে ছেলেমেয়েরা ডেঙ্গু আতঙ্কে আর ভয় পাবে না। অসুস্থ হবে না। ঈদের পর থেকে আবার ক্লাস পরীক্ষা শুরু করেন।’