লোকালয় ২৪

সিইসির বক্তব্যে অনিয়মকারীরা উৎসাহিত হবেন: নির্বাচন কমিশনার মাহবুব

লোকালয় ডেস্ক : নির্বাচনে অনিয়ম বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘সিইসির বক্তব্যে অনিয়মকারীরা উৎসাহিত হবেন।’ বৃহস্পতিবার ( ৯ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসির দেওয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না-এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই।’

 

সিইসির ওই বক্তব্যের সূত্র ধরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, “সিইসি একটি স্পর্শকাতর বিষয় এরাইজ করেছেন। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না-এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই।’ আমি ঠিক জানি না সিইসি কেন, কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে আমি তার এই কথার সঙ্গে মোটেই একমত নই। আগামী জাতীয় নির্বাচনে যারা অনিয়ম করতে চায়, তারা সিইসির এই ধরনের কথায় উৎসাহিত হতে পারেন।”

 

এদিকে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ওই বক্তব্যের জের ধরে সিইসিকে আরও সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের বাস্তবতায় সিইসি হয়তো মনে করেছেন, এটাই সত্য। কিন্তু তিনি একটি বড় দায়িত্বে আছেন, তার সংযত হয়ে কথা বলা উচিত।’