লোকালয় ২৪

সালাহকে বার্সায় চান কুতিনহো

সালাহকে বার্সায় চান কুতিনহো

খেলাধুলা ডেস্কঃ লিভারপুলের হয়ে ইংলিশ লিগ মাতাচ্ছেন মোহাম্মদ সালাহ। সতীর্থ হিসেবে মিশরীয় ফরোয়ার্ডকে পুরো এক মৌসুমও পাননি ফিলিপ্পে কুতিনহো। গত জানুয়ারিতে নাম লেখান বার্সেলোনায়। সালাহকেও আগামী মৌসুমে বার্সায় চান ব্রাজিলিয়ান আইকন।

স্প্যানিশ ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’ এমন খবরই প্রকাশ করেছে। ফর্মের তুঙ্গে থাকা ২৫ বছর বয়সী সালাহকে দলে ভেড়াতে চোখ রাখছে ইউরোপিয়ান পরাশক্তিরা। তাকে সান্তিয়াগা বার্নাব্যুতে নিয়ে আসতে প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ।

কুতিনহো মনেপ্রাণে চান, তার সমবয়সী সালাহ যেন রিয়ালকে উপেক্ষা করেন। এই তারকা মিডফিল্ডারের বিশ্বাস, অ্যান্তোনি গ্রিজম্যানের চেয়ে বার্সায় বেশি ফিট হবেন তার সাবেক টিমমেট। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ফ্রেঞ্চ সুপারস্টারের ন্যু ক্যাম্পে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তাতে ভিন্ন মাত্রা যোগ করলেন কুতিনহো।

সূত্রমতে, কোচ আর্নেস্টো ভালভার্ডেকে কুতিনহো বোঝানোর চেষ্টা করবেন, বার্সা যেন লিভারপুল ফরোয়ার্ডকে সই করানোর পথে হাঁটে। কাতালানরা সালাহকে পাওয়ার রেসে নামবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

ইংলিশ লিগে সালাহর চেলসি অধ্যায়টা (২০১৪-১৬) সুখকর ছিল না। ফিওরেন্তিনা ও রোমায় ধারের চুক্তিতে খেলতে হয়েছিল তাকে। সবশেষ চেলসি ছেড়ে রোমাতেই স্থায়ীভাবে এক মৌসুম কাটিয়ে গত বছর অ্যানফিল্ডে যোগ দিয়ে সমালোচকদের দাঁতভাঙা জবাব দেন।

অল রেডসদের জার্সিতে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৩৮ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন (প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২৯)। এক কথায়, লিভারপুলের আস্থার প্রতীকে পরিনত হয়েছেন ‘গোলমেশিন’ মোহাম্মদ সালাহ।