লোকালয় ২৪

সারাদেশে সোয়াবিন তেলের দাম কমলেও হবিগঞ্জে কমেনি ॥ অতিরিক্ত দাম নিয়ে হাতাহাত

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে সোয়াবিন তেলের দাম কমলেও হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে তেলের দাম আগের মতোই আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে তেল বেচা কেনা নিয়ে অশোভন আচরণ করছেন। গত সোমবার বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী সারাদেশে তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। গতকাল মঙ্গলবার থেকেই তা কার্যকর হবার কথা। কিন্তু এরপরও হবিগঞ্জ শহরের কিছু অসাধু ব্যবসায়ীরা দুই লিটার সোয়াবিন তেল ৩৮০/৩৯০ টাকা করে আগের মূল্যে আদায় করছেন। এ নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। বিশেষ করে শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে বলে দেখা যায়। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা আগের দামে ক্রয় করেছেন। সে জন্য ১৪ টাকা কমে বিক্রি করলে লস হবে।তবে নতুন তেল এলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।