লোকালয় ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভৈরব ও ময়মনসিংহে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নোয়াখালীতে দু’টি কেন্দ্রে গণ্ডগোল করে নির্বাচনি সামগ্রী লুটের ঘটনা ঘটেছে, সেগুলো পুলিশ উদ্ধারের চেষ্টা করছে।
রবিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বেইলি রোডের ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি এ তথ্য জানান।
সারাদেশের ভোটগ্রহণ কেমন হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এটুকু নিশ্চয়তা দিতে পারি, ভোটের পূর্বে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলাম, আমাদের সঙ্গে যেসব আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করেছে, তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা গ্রহণ করেছিলাম। তাতে করে এ পর্যন্ত যে খবর পেয়েছি, দুই-এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমগ্র বাংলাদেশে, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।’
তিনি বলেন, ‘শুধুমাত্র চট্টগ্রামের একটি কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। একটি কেন্দ্রে আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুটি অস্ত্র লুট হয়েছে। ময়মনসিংহের একটি কেন্দ্রে আমাদের অস্ত্র লুট হয়েছে, আমাদের এক সদস্য আহত হয়েছেন। ভৈরবে একটি কেন্দ্রে বহিরাগতরা হামলা করে ব্যালট লুট ও নির্বাচনি সরঞ্জাম লুট করতে যেও পারেনি। নোয়াখালীতে দুটি কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করে একটি কেন্দ্রের ব্যালট ও নির্বাচনি সামগ্রী লুট করে নিয়েছে। আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনও ঘটনা ঘটেনি।’
জাবেদ পাটোয়ারী বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন এই কেন্দ্রে (ভিকারুন নিসা নূন স্কুল কেন্দ্র বেইলি রোড) ভারত, কানাডা ও নেপালের পর্যবেক্ষকরা এসেছিলেন। তাদের সঙ্গেও আমি কথা বলেছি, তারাও স্বীকার করেছেন— অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।’
আগের রাতে ব্যালট বাক্স ভরা হয়েছে বলে ড. কামাল হোসেনের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, জবাবে আইজিপি বলেন, ‘এমন কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। কারণ, নির্বাচন শুরুর আগে বেশকিছু নিয়ম-কানুন রয়েছে, যেগুলো পূরণ করেই ভোটগ্রহণ শুরু হয়। কোথাও কোনও পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগও নেই। পোলিং এজেন্ট যারা কেন্দ্রে এসেছেন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু কেউ কেন্দ্রে না আসলে, তাদের খুঁজে আনার দায়িত্ব আমাদের না।’
নির্বাচন পরবর্তী নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘নিরাপত্তা পরিকল্পনা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী সময়ে জোরদার করা হয়েছে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। সবাই তারা নিজ নিজ প্রার্থীদের জয়ী করার চেষ্টা করছেন। কয়েকটি জায়গায় সংঘর্ষ হতে পারে, সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবকিছু শক্তভাবে পর্যেবেক্ষণ করছি। ইতোমধ্যে গুজব রটানো অনেককেই গ্রেফতার করা হয়েছে, গুজব রটানো সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপলোড হলে, যাচাই-বাচাই করে বিশ্বাস করবেন। কেননা, এধরনের গুজব সমাজে অতীতেও এবং ভবিষ্যতেও ক্ষতিকর প্রভাব ফেলবে।’
পোলিং এজেন্টদের নির্বাচনের আগেই গ্রেফতার করা হয়েছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, ‘মামলার এফআইআরে সব আসামির নাম থাকে না, তবে তদন্তে অনেক আসামির নাম আসে, তখন সেই আসামিদের গ্রেফতার করা হয়। তাই আমরা বলবো— কোনও পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়নি বা বের করে দেওয়া হয়নি।’
এই কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় পরিবার সঙ্গে নিয়ে এসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভোট দেন। এসময় তার সঙ্গে তার স্ত্রী আমিনা খালেক, দুই মেয়ে সৈয়দা আদিবা হোসেন ও সৈয়দা নাজিবা হোসেন উপস্থিত ছিলেন।
এরপর র্যাবের ডিজি বেনজীর আহম্মেদ এই ভোটকেন্দ্রে এসে ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন। তিনি ভোট কেন্দ্রের পরিবেশ ঘুরে দেখে