আন্তর্জাতিক ডেস্ক- বিতর্কিত ভারতীয় ইসলামী প্রচারক জাকির নায়েক মালয়েশিয়ায় হিন্দু এবং চীনা সম্প্রদায় সম্পর্কে তাঁর স্পর্শকাতর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে স্পর্শকাতর মন্তব্য করায় গতকাল পুলিশের জেরার মুখে পড়েন জাকির নায়েক। এর কয়েক ঘণ্টা পর ক্ষমা চান তিনি।
এদিকে মালয়েশিয়াজুড়ে সমাবেশে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ হওয়ার পর এবার সামাজিক মাধ্যমেও কথা বলা থেকে বিরত থাকতে হচ্ছে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে।
বুধবার দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বলেন, সামাজিক মাধ্যমসহ সব প্ল্যাটফর্ম থেকেই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েককে।
পুলিশ মহাপরির্দশক বলেন, কেলানতানের ঘটনা পর যেকোনও ধরনের বক্তব্য দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েককে। বিষয়টি নিয়ে যেন আমরা পূর্ণ তদন্ত সম্পন্ন করতে পারি সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রত্যেক রাজ্যের পুলিশ প্রধান জাকির নায়েকের বক্তব্যের ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যের বিষয়গুলো দেখবে।
আইজিপি বলেন, কেলানতানের ঘটনার পর জনমনে দ্বিধা ও অস্বস্তি কাজ করছে। বিষয়টি সমূলে বের করে আনতে পুলিশের সময় প্রয়োজন। তিনি বলেন, ‘যা হয়েছে হুবুহু তাই বের করতে চাই আমরা। তবে এই নিষেধাজ্ঞা অস্থায়ী ও সাময়িক বলেও মনে করিয়ে দেন পুলিশ প্রধান। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে এই নির্দেশনা এসেছে। এটি অস্থায়ী। তবে পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তবে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি বলেন, এটা স্পষ্ট যে আমরা এমন ধর্মীয় বক্তব্য ও রাজনৈতিক বিষয় চাইছি না। রাজনৈতিক বিষয়ে ধর্মীয় বক্তব্য দেওয়া ঠিক নয়। সেটা জাতীয় পর্যায় হোক কিংবা আন্তর্জাতিক।