লোকালয় ২৪

সাভারের ফুটপাত থেকে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সাভারের ফুটপাত থেকে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।

ব্যবসায়ীরা জানায়, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের ফলের দোকানগুলো থেকে প্রতিদিন দোকানপ্রতি চার’শ থেকে পাঁচ’শ টাকা করে চাঁদা তোলে পুলিশ।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম এ চাঁদাবাজির টাকা নেয়। কেউ চাঁদার টাকা না দিলে পুলিশের ওই এসআই ব্যবসায়ীদের মারধর করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

ওই পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে দুপুরে ব্যবসায়ীরা একজোট হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা ওই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেন।

তাকে অপসারণ করা না হলে ব্যবসায়ীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইসচার্জ গোলাম নবী ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার চাঁদাবাজির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, ওই পুলিশ কর্মকর্তার কারণে হেমায়েতপুর এলাকায় ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছেন।