লোকালয় ২৪

সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

লোকালয় ডেস্কঃ গত ৮ জুলাই দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার প্রথম পৃষ্টায় “প্রতারণার অভিযোগে লস্করপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ আলীকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা” ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকায় প্রথম পৃষ্টায় প্রকাশিত “ম্যাগনেট পিলার কক্কা কালো আদা সহ প্রতারণার ব্যবসার অভিযোগ আমজাদ আলীকে জরিমানা” শিরোনামে প্রকাশিত সংবাদগুলি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদগুলি সম্পূর্ন মিথ্যা, ভানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন। এলাকার একটি কুচক্রি মহল সমাজে আমাদের মান সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে উক্ত ভূয়া সংবাদটি প্রকাশ করিয়েছে।
প্রকৃত ঘটনা হলো, আমি লস্কর ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ আলী ও আব্দাবকাই গ্রামের রানা মিয়া এবং সুলতানশী গ্রামের আব্দুর রেজ্জাক মিলে পার্টনারশীপে যৌথ ব্যবসা শুরু করি। আব্দুর রেজ্জাক প্রায় ৬ লাখ টাকা দিয়ে ব্যবসায় পার্টনার হন। আমাদের পার্টনারদের বিষয়ে স্বাক্ষী থাকেন মশাজান গ্রামের বরকত উল্লাহ, সুলতানশী গ্রামের সাবেক মেম্বার আব্দুল মতিন, সাবেক মেম্বার ফিরুজ আলী, সুলতানশী গ্রামের সমাজসেবক রহমত আলী ।পরবর্তীতে ব্যবসায় যখন লোকসান হতে থাকে সেই মুহুর্তে আমাদের পার্টনার আব্দুর রেজ্জাক এলাকার মানুষদের কাছে বলাবলি করতে থাকে যে সে ব্যবসায় পার্টনার হয়নি,সে নাকি আমাকে ৬ লাখ টাকা ধার দিয়েছে। এলাকার কিছু লোক আমার কাছে এসে এ ব্যাপারে কথা বললে তখনি আমি আমার গ্রামের মুরব্বিয়ান নিয়ে আব্দুর রেজ্জাকসহ একত্রে বসার থারিখ দেই। যথারিতি গতকাল ৮ জুলাই আমি ও আমার অন্যান্য পার্টনার এবং আব্দুর রেজ্জাকসহ উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকের সভাপতিত্বে অত্র এলাকার বিভিন্ন গ্রামের মুরব্বিয়ানরা বৈঠকে বসেন। সভায় আমার বক্তব্য ও আব্দুর রেজ্জকের বক্তব্য ও তার মোবাইলের রেকর্ড শুনেন মুরব্বিয়ানরা । আমাদের পার্টনারশীপের স্বাক্ষী মশাজান গ্রামের বরকত উল্লাহ, সুলতানশী গ্রামের সাবেক মেম্বার আব্দুল মতিন, সাবেক মেম্বার ফিরুজ আলী, সুলতানশী গ্রামের রহমত আলীর স্বাক্ষীতেও প্রমানিত হয় যে আব্দুর রেজ্জাক আমাকে টাকা ধার দেয়নি, সে ব্যবসার পার্টনার ছিল। সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক আমাদের পার্টনার ও স্বাক্ষীদের বক্তব্য শুনে ব্যবসায় লোকসান হওয়ায় পার্টনার আব্দুর রেজ্জাকের শেয়ারের ৬ লাখ টাকার মধ্যে ৩ ভাগের ১ ভাগ কর্তন হবে আর তার আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায় তাকে আমি সাড়ে ৩ লাখ টাকা দেয়ার জন্য সভায় সিদ্ধান্ত দেন। কিন্তু পত্রিকার সংবাদে লেখা হয়েছে, প্রতারনার অভিযোগে নাকি আমাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তা সম্পূর্ন মিথ্যা ও ভানোয়াট সংবাদ। আমিসহ আমার পার্টনারবৃন্দ ও স্বাক্ষীগন কোন কালো ব্যবসা বা প্রতারনামুলক ব্যবসায় জড়িত না ।