ক্রাইম ডেস্কঃ অপরিচিত কেউ বিস্কুট দিলে খাবেন না কিন্তু। কারণ বিস্কুট খাইয়ে আপনার সর্বনাশ করতে পারে গাড়িচোর চক্র। কক্সবাজারের মহেশখালী থেকে এমনই এক গাড়িচোর চক্র ও মলম পার্টির শীর্ষ দু’সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কাতুর্জ, মুখোশ, মলম এবং মলম মিশ্রিত বিস্কুট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, তারা চট্টগ্রামের গাড়িচোর চক্র ও মলম পার্টির শীর্ষ সদস্য। সুযোগ বুঝে মলম মিশ্রিত বিস্কুট খাইয়ে গাড়ি ছিনতাই করে তারা।
৬ জুন, বুধবার মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুণতলি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা গ্রামের আলমগীর ও পটিয়া থানার মাহিরা গ্রামের জামাল উদ্দিন।
মহেশখালী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সনজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক এলাকা থেকে অভিযান চালিয়ে আলমগীর ও জামালকে আটক করা হয়। পরে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তিতে তারা জানান, গত ৪ বছর আগে মহেশখালী পৌরসভা এলাকার গিয়াস উদ্দিন ড্রাইভারকে মলম মিশ্রিত বিস্কুট খাইয়ে চকরিয়া-বদর খালী সড়ক থেকে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তী সময়ে প্রায় ৩ লাখ টাকা বিকাশের মাধ্যমে লেনদেন হলে গাড়িটি ফেরত দেয়।
এ ছাড়া গত ২ মাস আগে শাহ আলম নামের অপর একজন ইজিবাইক চালককে মলম লাগিয়ে মহেশখালীর শাপলাপুর থেকে ইজিবাইকটি চট্টগ্রামের সিএমপিতে নিয়ে বিক্রি করে দেয় বলে জানান সনজিব।