লোকালয় ২৪

সাতক্ষীরা সীমান্তে ৮৫ লক্ষ টাকার স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তে ৮৫ লক্ষ টাকার স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত হতে ১৮ পিচ স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি (বিশেষ প্রতিনিধি-সাতক্ষীরা) সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত হতে ১৮ পিচ স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারী) ভোর রাত ৪ টার দিকে সীমান্তের ভাদিয়ালী ১নং পোষ্টের আওতায় কুটিবাড়ী এলাকা থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ১৮ পিচ স্বর্ণের বার জব্দ করার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার সিদ্দিকের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহলকালে একদল চোরাচালানীদের তাড়া করে। বিজিবির তাড়া খেয়ে চোরাচালানীরা একটি পলিথিন ব্যাগ ফেল চলে যায়। পরে ফেলা যাওয়া পলিথিন ব্যাগের ভীতর থেকে ১৮ পিচ স্বর্ণের বার জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।