সোমবার দুপুরের আগে আগে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় এক মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও একজন স্থানীয় জনপ্রতিনিধি জানান।
নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বলেন, কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে।
এর ধারাবাহিকতায় সোমবার নলুয়ায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী বিতরণের ব্যবস্থা হলে সকাল থেকে প্রায় ২০ হাজার লোক জড়ো হয় সেখানে।
“অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে মৃত্যুর এ ঘটনা ঘটে।”
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, “ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রেকে মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করেছে।”
অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার রেজাউল মাসুদ জানান, যে নয় জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের সবাই নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় কেএসআরএম কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।