লোকালয় ২৪

সাকিবের বিকল্প নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট

সাকিবের বিকল্প নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট

স্পোর্টস্ আপডেট ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজে সাকিবের বিকল্প নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট। বাঁহাতি স্পিনারের চাহিদায় তাইজুল এগিয়ে। আবার মুমিনুলকে দিয়েও কাজ সারতে চায় থিংক ট্যাংক। এদিকে, প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ইবাদত হোসেন। সুযোগ পেলে সেরাটা দিতে চান এই পেইসার।

সাকিবের নতুন চোটে পুরোনো দুশ্চিন্তায় টাইগার ম্যানেজম্যান্ট। একজন ব্যাটসম্যান, না একজন বাঁহাতি স্পিনার? সাকিবের বদলি কে হতে পারেন?

আলোচনা চলছে, নিউজিল্যান্ডে থাকা অধিনায়ক মাশরাফীর মতামতও জানতে চায় নির্বাচকরা। অন্তত প্রথম ওয়ানডেতে সাকিবের বদলি কেউ যাচ্ছে না নিউজিল্যান্ডে, সেটা নিশ্চিত। ব্যাটসম্যান হলে সেখানে থাকা মুমিনুল ঢুকে যাবেন ওডিআই স্কোয়াডে। বাঁহাতি স্পিনারের চাহিদাটা বেশি হওয়ায় নির্বাচকদের ইঙ্গিত তাইজুলের দিকে।

দলের সাথে কয়েকদিন পরেই যোগ দিবেন টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা। মিরপুরে তাই নিজেদের মত কোরে অনুশীলন সেরে নিচ্ছেন তাইজুল-ইবাদতরা। প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ইবাদত। বলছেন, ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগাতে চান আন্তর্জাতিক সার্কিটে।

ওডিআই সিরিজের পর ২৮ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু। তার আগে ১৮ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ড যাবেন বাকি সদস্যরা।