মীর মোঃ আব্দুল কাদির হবিগন্জ থেকে: হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে পুলিশি নির্যাতনের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জের এসপি বিধান ত্রিপুরা সহকারী এসপি রবিউল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করে দেন। এছাড়াও তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে জীবনকে নির্যাতনের প্রতিবাদ ও জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শহরে মানববন্ধন করেছে বেশকয়েকটি সাস্কৃতিক সংগঠন।
দুপুরে ডিসি কার্যালয়ের সামনে সাংস্কৃতিক সংগঠন নাট্যমেলাসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন সাংষ্কৃতিক সংগঠন হবিগঞ্জ নাট্য মেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, সবুজ মেলা সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী কামাল আহমেদ প্রমুখ।