লোকালয় ২৪

সর্বকালের সর্বাধিক বিক্রিত গাড়ি

সর্বকালের সর্বাধিক বিক্রিত গাড়ি

লাইফস্টাইল ডেস্ক : কোন বছরে কোন গাড়িটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তা খুঁজে বের করা সহজ। কিন্তু সর্বকালের সর্বাধিক বিক্রিত গাড়ি কোনটি, তা হয়তো অনেকেই জানি না।

শুরু করা যাক, গাড়ির জগতে ফক্সওয়াগেন কোম্পানির গাড়ি দম্পত্তি হিসেবে খ্যাত ‘বিটল’ এবং ‘গলফ’ গাড়িকে দিয়ে। ১৯৩৮ সালে বাজারে আসার পরপরই জনপ্রিয়তা পায় ‘বিটল’ গাড়ি। ১৯৬৮ সালে এ গাড়ির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায় হলিউড সিনেমা ‘দ্য লাভ বাগ’-এর মাধ্যমে। ৮০ বছর ধরে বাজারে টিকে থাকা আইকনিক ‘বিটল’ গাড়ির উৎপাদন চলতি বছরে বন্ধ করার ঘোষণা দিয়েছে ফক্সওয়াগেন। সারা বিশ্বে বিটল গাড়ি বিক্রি হয়েছে ২২.৭ মিলিয়নেরও বেশি ইউনিট। এটি বিশ্বের অন্যতম সর্বকালের সেরা বিক্রিত গাড়ি।

এবার আসা যাক ফক্সওয়াগেন কোম্পানির ‘গলফ’ গাড়ি প্রসঙ্গে। ২০১৭ সালের মার্চে ফোর্ড কোম্পানির ‘ফিসতা’ গাড়ির কাছে রাজত্ব হারানোর আগ পর্যন্ত ফক্সওয়াগেনের ‘গলফ’ গাড়িটি টানা ৭ বছর ইউরোপে সর্বাধিক বিক্রিত গাড়ি ছিল। ২০১৩ সালের এক হিসাব অনুযায়ী, ১৯৭৪ সালে বাজারে আসা ‘গলফ’ গাড়ি ২০১৩ সাল পর্যন্ত বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ৩৩ মিলিয়নের বেশি ইউনিট। এখনও ‘গলফ’ গাড়ির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

ফোর্ড কোম্পানির ‘এফ’ সিরিজের গাড়ি যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রি গাড়ি। এফ সিরিজের পিকআপ জাতীয় গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে টানা ৩৭ বছর ধরে শীর্ষ বিক্রিত গাড়ির স্থান দখলে রেখেছে এবং বিশ্বব্যাপী বিক্রিতেও শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, এই গাড়ির ৭০ বছরের ইতিহাসে বিক্রির পরিমাণ ২৬ মিলিয়নের বেশি ইউনিট।

তবে সর্বকালের সর্বাধিক বিক্রিত গাড়ি কিন্তু উপরের কোনোটিই নয়। গাড়ির বিশ্বে সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় গাড়ি হচ্ছে, টয়োটা কোম্পানির ‘করোলা’ গাড়ি। ‘করোলা’ গাড়ির অভিষেক হয় ১৯৬৬ সালে এবং পরবর্তী ৫০ বছরে বিশ্বব্যাপী ৪৪.১ মিলিয়নের বেশি ইউনিট করোলা গাড়ি বিক্রি হয়েছে। এটি বাজারের সবচেয়ে আকর্ষণীয় গাড়ি নয়। তারপরও ব্যাপক বিক্রি হওয়ার কারণ হচ্ছে- যারা ফেরারি গাড়ি কেনার মতো সামর্থবান নন, তাদের জন্য মধ্যম বাজেটের পছন্দের গাড়ি হওয়ায়। বর্তমান নতুন মডেলের করোলা গাড়ির প্রাথমিক মূল্য হচ্ছে ১৮,৭০০ ডলার, যা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৩৫০০ ডলার সাশ্রয়ী। করোলা গাড়ি এখনো নিরাপত্তা ফিচার ও দারুন মাইলেজ সুবিধা দিচ্ছে।