লোকালয় ২৪

সরকারের কারনেই স্বৈরাচারী দেশের তালিকায় বাংলাদেশ; বিএনপি

ড. খন্দকার মোশাররফ হোসেন

বাংলাদেশের গণতন্ত্র ইস্যুতে জার্মান ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট নিয়ে অনেকটাই সরব অবস্থান ক্ষমতার বাইরে থাকা বিএনপির।

দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, ঐ সংস্থার রিপোর্টে দেশের বর্তমান পরিস্থিতি উঠে এসেছে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় স্বৈরাচার আখ্যা দেয়ায় সরাসরি দায়ী করেন ক্ষমতাসীন সরকারকে। আর তাই দেশের অবস্থা বুঝে একটি অর্থবহ গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।

এদিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, দেশ এখন স্বৈরশাসকদের কবলে। অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বক্তব্যে স্পষ্ট, আরেকটি একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার।