লোকালয় ২৪

সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের কারাদণ্ড

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি চাল নিজ বাড়িতে রেখে আত্মসাতের দায়ে এক নারী ইউপি সদস্যকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত নিলুফা খাতুন উপজেলার চর ইসলামপুরের সংরক্ষিত ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বুধবার বিকেলে আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এ ভ্রাম্যমাণ।

তিনি জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর ইসলামপুর ইউপির সংরক্ষিত ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য নিলুফা খাতুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে তার বাড়ি থেকে দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনের সরকারি সিল যুক্ত ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।