লোকালয় ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তির জন্য ৭৬ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ৯ দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
৮ মে, মঙ্গলবার প্রতিবেশীরা ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার পর ঘটনাটি প্রকাশ পায়।
ওই বৃদ্ধের নাম নাজির আহম্মেদ। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুরা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
নাজির আহম্মেদ জানান, তার তিন ছেলে- আবু জাফর কানু, জসিম উদ্দিন ও জামশেদ আলম। ব্যাংকের এফডিআর করা ২০ লাখ টাকা ও ৭২ শতক জমির জন্য তার ছেলেরা তাকে ৯ দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। গত কয়েকদিনে অনেকবার তাকে মেরে ফেলার চেষ্টা করেছে।
নাজির আহম্মেদ জানান, জামসেদ ও জসিম জোর করে ৭২ শতক জমি দলিল করে নিয়েছে। ওই জমির দলিল বাতিলের জন্য তিনি আদালতে মামলা করেন। মামলা ও জমি ফেরত দেওয়ার ভয়ে তার দুই ছেলে জসিম ও জামশেদ দেশের বাইরে চলে যায়। বিদেশ থেকে জসিম ও জামশেদের নির্দেশে জাফর ও তার স্ত্রী নাজিরকে নির্যাতন করেছে।
মঙ্গলবার ফের নির্যাতন শুরু করলে নাজিরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জাফর ও তার স্ত্রী পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।