লোকালয় ২৪

সমকামিতা নিয়ে কটুক্তিতে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

সমকামিতা নিয়ে কটুক্তিতে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

স্পোর্টস্ আপডেট ডেস্ক : সেন্ট লুসিয়া টেস্টে ইংলিশ অধিনায়ক জো রুটকে আপত্তিকর মন্তব্য করায় চার ওডিআই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় গ্যাব্রিয়েলের সাথে ৩ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। যার ফলশ্রুতিতে এই নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে।

টেস্টের তৃতীয়দিন রুটকে উদ্দেশ্য করে, সমকামিতা নিয়ে কটুক্তি করেন গ্যাব্রিয়েল। এসময় প্রতিবাদ করেন ইংলিশ অধিনায়ক। সমকামীদের অপমানসূচক কথা বলতে নিষেধ করেন রুট। পরে রুটের অভিযোগের ভিত্তিতে, ফুটেজ ও অডিও রেকর্ড পর্যবেক্ষণ করেন আম্পায়ার ও ম্যাচ রেফারি। অভিযোগের সত্যতা খুঁজে পেলে, ব্যক্তিগত আক্রমণ ও বর্ণবাদী আচরণের দায়ে শাস্তি পায় গ্যব্রিয়েল। এর আগে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েসের সাথে অসদাচরণ করে ৫ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন এই ক্যারিবীয় পেসার।

আগামী ২০ ফেব্রুয়ারি ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম চার ম্যাচ খেলতে পারবেন না গ্যাব্রিয়েল।