লোকালয় ডেস্কঃ ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হবিগঞ্জ এর অন্যতম দৃষ্টান্ত। আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সম্প্রতির মধ্য দিয়ে পালন করি।’ মহাষ্টমীতে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ এসব কথা বলেন। তিনি বলেন ২০০৪ সাল থেকে পর পর ৩ বার আপনাদের দোয়া ও আর্শিবাদে আমি নির্বাচিত হয়ে এ পৌরসভায় আপনাদেরই পরামর্শে উন্নয়ন করে যাচ্ছি। মেয়র বলেন আমিই প্রথমে প্রতিমা বিসর্জনের জন্য খোয়াই মুখে পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌরঘাটলা নির্মাণ করি। শহরের দক্ষিনা লের পূজা মন্ডপগুলোর সুবিধার্থে প্রতিমা বিসর্জনের জন্য বর্তমানে দ্বিতীয় পৌর ঘাটলার কাজ চলছে। তিনি বলেন, আমি পৌরএলাকার পূজা মন্ডপগুলোর জন্য ৫ হাজার টাকা অনুদানের প্রচলন করেছি। আগামী বছর হতে এ অনুদান হবে ১০ হাজার টাকা হবে বলে আমি ইতিমধ্যে ঘোষনা দিয়েছি। তিনি বলেন আমি বিশ্বাস করি এ অনুদান পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সকল ধর্মের মানুষকে সাথে নিয়েই আমি পৌরসভাকে এগিয়ে নিতে চাই। আমরা সব ধর্মের মানুষ যেন এ সম্প্রীতির শহরে মাথা উচুঁ করে বসবাস করতে পারি। মেয়র মহাষ্টমীতে উমেদনগর বগলা বাজার, যশের আব্দা, নোয়াহাটি, ঘাটিয়া, রামকৃষ্ণ মিশন, গার্ণিপার্কসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌরসভার বিভিন্ন সেকশনের প্রতিনিধিবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।