লোকালয় ডেস্কঃ ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাবিলা নূর। আলোচনাও হচ্ছে নাটকগুলো নিয়ে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজিতে স্নাতক করছেন। এখন এই শিল্পী মন দিয়েছেন পড়াশোনায়। কারণ পরীক্ষা চলছে।
পড়ার ফাঁকে ঈদের কাজ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
গত বছরের ঈদে পর্দায় আপনার উপস্থিতি তেমন ছিল না। এবার অনেক নাটকে অভিনয় করলেন, কেমন লাগছে?
অবশ্যই ভালো। কাজ করতে কার না ভালো লাগে! সবার কাছ থেকে ভালোবাসা পাই। সাড়া পাই।
কেমন সাড়া পেলেন এবার?
ভালো সাড়া পেয়েছি। এবার একটাই কমেডি নাটক করেছি-ফ্যাটম্যান। সবাই খুব পছন্দ করেছে। এ ছাড়া হিমেল আশরাফের শাড়ি, শিহাব শাহীনের কিছু দুঃখ সবারই থাকে, জাকারিয়া সৌখিনের বাতাসে কান পেতে রাখো, সকাল আহমেদের টকিং মেশিন নাটকগুলোও অনেকে পছন্দ করেছেন।
ঈদে সেরা উপহারটি কার কাছ থেকে পেয়েছেন?
একটি ড্রেস পেয়েছি। তবে কার কাছ থেকে পেয়েছি, এটা বলতে চাই না।
ঈদের পরে শুটিং শুরু করলেন?
না। একটি বিরতি নিয়েছি। কারণ, ঈদের সময় নাটক করতে গিয়ে আমার অনেক ক্লাস মিস দিতে হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার আমার পরীক্ষা ছিল। স্যাররা বলেছেন, আর ক্লাস মিস দেওয়া যাবে না। এ কারণে নাটক করছি না, তবে কিছু প্রোগ্রামে অংশ নিচ্ছি। বিশেষ করে ফুটবল নিয়ে অনেক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিলাম।
বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন?
আমি জার্মানি সমর্থন করি। মেসুত ওজিলের খেলা মুগ্ধ হয়ে দেখি।
সাবিলা নূর যদি নিজেই নিজেকে একটা উপদেশ দেয়, তাহলে কোনটা দেবে?
মানুষকে অন্ধবিশ্বাস কোরো না সাবিলা নূর!
ফেসবুকের ইনবক্সে কী ধরনের প্রস্তাব বেশি পান?
সবাই বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু আমি এটার কোনো উত্তর দিতে পারি না। লজ্জা লাগে।
সহকর্মীদের কোন আচরণটা সবচেয়ে বিরক্তিকর মনে হয়?
যখন একে অপরের নামে আজেবাজে কথা বলে। আবার সামনে এলে খুশিতে গদগদ হয়ে যায়।