লোকালয় ২৪

সবাইকে নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ এবং স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে ঈদুল আজহায় নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে সব সিটি করপোরেশন এবং পৌরসভার প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

 

এসময় যারা নিজের বাড়ির প্রাঙ্গণে পশু কোরবানি দিতে আগ্রহী তাদের নিজ উদ্যোগে দ্রুত আবর্জনা সরিয়ে ফেলতে এবং মুক্ত স্থানে পশু কোরবানি না দেয়ারও আহ্বান জানান খন্দকার মোশাররফ।

তিনি বলেন, দেশে এ বছর ১১ সিটি করপোরেশনে ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির জন্য ২ হাজার ৯৫৪টি স্থান নির্ধারণ করা হয়েছে।

 

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৬২০টি, উত্তর সিটিতে ৫৪৩টি, রাজশাহীতে ২১০টি, চট্টগ্রামে ৩১৪টি, খুলনায় ১৬৩টি, বরিশালে ১৩৫টি, সিলেটে ৩৬টি, নারায়ণগঞ্জে ১৮৩টি, রংপুরে ১১৭টি, কুমিল্লায় ১৯০টি এবং গাজীপুরে ৪৪৩টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘কোরবানির পর দ্রুত আবর্জনা সরিয়ে ফেলতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিবে।’

বৈঠকে ১১ সিটি মেয়র ছাড়াও পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

লোকালয়/একে