সপ্তাহ শেষে মূলধন বাড়লো সাড়ে ২২ হাজার কোটি টাকা, রেকর্ড

সপ্তাহ শেষে মূলধন বাড়লো সাড়ে ২২ হাজার কোটি টাকা, রেকর্ড

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

লোকালয় ডেস্ক:গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতিদিনই বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকার বেশি। এর ফলে টানা ৬ সপ্তাহ বাড়ল বাজার মূলধন এবং এর পরিমাণ ৫০ হাজার কোটি টাকার বেশি। একই সাথে বেড়েছে সূচকও। এতে আগেই রেকর্ড সৃষ্টি হওয়া বাজার মূলধন ও মূল্য সূচক আরও উচ্চতায় পৌঁছে গেছে।

সপ্তাহের শেষ দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২২ কোটি ৬০৩ কোটি টাকা। এ হিসাবে টানা ছয় সপ্তাহে বাজার মূলধন বাড়লো ৫১ হাজার ৯১৪ কোটি টাকা। এর মাধ্যমে ডিএসইর বাজার মূলধন এযাবতকালের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ২৭৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দুটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৭টি শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১১৪টির আর অপরিবর্তিত ছিল ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৩৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৮৭ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৩৩৮ টাকা। যা শতাংশের হিসেবে ৫৫ দশমিক ৪০ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৪৬৮ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৩৭৪ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে। এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৮০৩ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৩১পয়েন্টে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com