লোকালয় ডেস্ক: বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫০ জন নাগরিক সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে ঢাকা ছাড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এসব নাগরিক। সোমবার সন্ধ্যা ৬ টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে ঢাকা ছাড়ছেন তারা। বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাবে। এসব মার্কিন নাগরিকের সঙ্গে তাদের পোষা নয়টি কুকুরও যাচ্ছে।
করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকার মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় এসব নাগরিকরা ঢাকা ছাড়ছেন।টিআর/ওএইচ/