লোকালয় ২৪

সন্ত্রাসীরা আমার বদনাটাও চুরি করে নিয়েছে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

সন্ত্রাসীরা আমার বদনাটাও চুরি করে নিয়েছে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

লোকালয় ডেস্কঃ সংলাপের উদ্যোগ ঐতিহাসিক সাফল্য’ মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সংলাপের জন্য আমি ফুটপাতে ৬৪ দিন কাটিয়েছি এবং ৩০৮ দিন আমি ঘরের বাইরে ছিলাম। ফুটপাতে যখন ছিলাম তখন সন্ত্রাসীরা টয়লেটে ব্যবহার করার জন্য আমার বদনাটাও চুরি করে নিয়েছে’।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, ‘এই সংলাপের উদ্যোগ ঐতিহাসিক সাফল্য। সংলাপের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেই নিতে পেরেছেন।

’সরকার সংলাপের আহ্বান জানালে বিষয়টি তারা বিবেচনা করে দেখবেন বলে জানান বঙ্গবীর।

তবে তার রাজনৈতিক অবস্থান জানাতে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। তিনি সেদিন তার রাজনৈতিক অবস্থান জানাতে জেল হত্যা দিবসের আলাচনা সভার আয়োজন করেছেন বলে জানান। সেখানে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। তিনি আভাস দেন, এই আলোচনা সভায় বি চৌধুরীকেও নিয়ে আসবেন।

বঙ্গবীর বলেন, দেশে একটি সম্মানজনক রাজনৈতিক সমাজ চাই, স্বাভাবিক মৃত্যুার গ্যারান্টি চাই। আজকে শ্রমিকের মুখে কালি মাখা হলো। এই কালি শ্রমিকের মুখে মাখেনি এটা আসলে দেশ ও জাতির মুখে মেখেছে। তিনি বলেন, প্রতি মুহুর্তে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। সংলাপ ডাকার আগে দেশে অস্থিরতা ছিল। এখন তা অনেকটাই কেটে গেছে। এই উদ্যোগ এবং পদক্ষেপ মাইলফলক  হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।