বিনোদন ডেস্কঃ টিজার মুক্তি পেতেই চারদিকে শোরগোল ফেলে দিয়েছে রাজকুমার হিরানীর ছবি ‘সঞ্জু’। এরপর ট্রেলারে পাওয়া যায় আরও বড় চমক। বলিউড তারকা সঞ্জয় দত্তের এই বায়োপিকের প্রযোজক বিধু বিনোদ চোপড়া। প্রথমে নাকি তিনি সঞ্জয়কে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোর বিরোধী ছিলেন। সম্প্রতি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই তা বলেছেন। এমনকি ‘সঞ্জু’ চরিত্রে রণবীর কাপুরকে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না তাঁর।
জানা গেছে, রাজকুমার হিরানী যখন সঞ্জয়ের বায়োপিক তৈরির প্রস্তাব নিয়ে বিধুর কাছে যান, তখন তিনি একদমই রাজি ছিলেন না। এই নির্মাতার প্রথম কথা ছিল, ‘সঞ্জয়ের জীবনে এমন কী উপাদান আছে, যা নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য ছবি বানানো যেতে পারে?’ বিধু বিনোদ চোপড়া হাসতে হাসতে সাংবাদিককে বলেন, ‘আমি রাজুকে (রাজকুমার হিরানীর ডাকনাম) এমনও বলেছি, তুমি বরং আমার বায়োপিক বানাও। আমি কীভাবে কাশ্মীর থেকে মুম্বাই এসেছি। এখানে এসে কতটা সংগ্রাম করে আজকের অবস্থানে পৌঁছেছি। এই গল্প নিয়ে কাজ করো।’
রাজকুমার হিরানী ও ‘সঞ্জু’ ছবির সহলেখক অভিজাত যোশীর অতি উৎসাহ দেখে বিধু ভেবেছিলেন তাঁদের মাথা নষ্ট হয়ে গেছে। এমন না যে সঞ্জয়কে পছন্দ করেন না এই নির্মাতা। সঞ্জয়কে নিয়ে ‘মুন্না ভাই’ চরিত্র তো তাঁরই সৃষ্টি। এরপরও এই অভিনেতাকে নিয়ে অনেক কাজ করেছেন বিধু। কিন্তু তাঁর জীবনের চড়াই-উতরাইগুলো বিস্তারিত জানা ছিল না তাঁর। বিধু লেখকদের মুখেই সঞ্জয়ের জীবনের গল্প শোনেন। এই তারকার জীবনকাহিনি শুনে প্রযোজক রীতিমতো আকাশ থেকে পড়েন।
বিধু বলেন, ‘ভেবেছিলাম ঘটনাগুলো অতিরঞ্জিত।
সঞ্জয় নিশ্চয় রাজুকে এসব কাহিনি বানিয়ে বলেছেন। কিন্তু আমরা যখন গবেষণা শুরু করি, তখন বুঝেছি, তিনি একটুও মিথ্যা বলেননি। ৩০৮ জন বান্ধবী থেকে শুরু করে বাস টিকিটের জন্য সঞ্জুর ভিক্ষা করার ঘটনা সবই সত্যি।’
সঞ্জয়ের জীবনে এত নাটকীয় উপাদান পাওয়ার পর আর ছবি তৈরি করতে কোনো আপত্তি জানাননি বিধু। কিন্তু আপত্তি ছিল রণবীর কাপুরকে নিয়ে। সঞ্জয়ের চরিত্রে শুরুতে রণবীর কাপুরকে নিতে একদমই মন সায় দেয়নি তাঁর। তাঁর ইচ্ছা ছিল ছবির মূল চরিত্রে রণবীর সিংকে নেবেন। বিধুর মতে, রণবীর সিং এক কথায় অসাধারণ, তাঁর আবেগের গভীরতা বেশি আর নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন এক মানুষে পরিণত করার করার ক্ষমতা আছে তাঁর মধ্যে।
কিন্তু রাজকুমার হিরানী কম জেদি নন। তিনি গো ধরে বসে ছিলেন, রণবীর কাপুরকেই তিনি ‘সঞ্জু’ বানাবেন। অতঃপর তাঁর ইচ্ছায় নেওয়া হয় এই নায়ককে। বিধু বলেন, ‘এরপর আমরা শুটিং শুরু করলাম। চোখের সামনে রণবীরকে সঞ্জয় দত্ত হয়ে উঠতে দেখেছি আমি। আর নিজের কথাগুলো হজম করে নিই। আসলে রাজু ঠিক বলেছেন, সঞ্জয়ের চরিত্রে রণবীর কাপুরই পারফেক্ট।’
২৯ জুন মুক্তি পাচ্ছে ‘সঞ্জু’। ছবিতে রণবীর কাপুর ছাড়া আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা, কারিশমা তান্না, ভিকি কুশল ও জিমি সর্ব।