সংবাদ শিরোনাম :
সংসদ নির্বাচনের বিস্তারিত ইইউ’কে জানিয়েছি: বাণিজ্যমন্ত্রী

সংসদ নির্বাচনের বিস্তারিত ইইউ’কে জানিয়েছি: বাণিজ্যমন্ত্রী

সংসদ নির্বাচনের বিস্তারিত ইইউ’কে জানিয়েছি: বাণিজ্যমন্ত্রী
সংসদ নির্বাচনের বিস্তারিত ইইউ’কে জানিয়েছি: বাণিজ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনের বিস্তারিত ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছি। আমরা তাদের বলেছি, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী হবে। ক্ষমতাসীন সরকার সেই নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে।’

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংক উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তারা বিনিয়োগের পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নে তাগিদ দিয়েছেন।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইইউকে জানিয়েছি, বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ বিদ্যমান। ইইউভুক্ত দেশগুলো যদি বিনিয়োগ করতে চায় তাহলে সরকার যে ১০০টি ইকোনোমিক জোন করতে চেয়েছে তার মধ্যে একটি আমরা তাদের জন্য ছেড়ে দিতে পারি। ইইউ যদি বিনিয়োগ করে তাহলে তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবো। তবে ২০২৭ সাল পর্যন্ত আমরা ইইউ’র কাছ থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে এখন যে সুবিধা পাচ্ছি সেটি বিদ্যমান থাকবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশে ২১.৩৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। পাশাপাশি বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে রফতানি করে মাত্র ৩.৫ বিলিয়ন ডলারের পণ্য।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com