লোকালয় ২৪

সংসদে লুকিয়ে চকলেট খেয়ে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

সংসদে লুকিয়ে চকলেট খেয়ে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সংসদে ভোটাভুটির সময় লুকিয়ে চকলেট খাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু তার চকলেট খাওয়া দেখে ফেলেন বিরোধী দলের এমপি স্কট রেইড। সোজা নালিশ স্পিকারের কাছে। প্রধানমন্ত্রী বার্গার খাচ্ছেন।

পরে পার্লামেন্টে চকলেট খাওয়ার জন্য জাস্টিন ট্রুডোকে ক্ষমা চাইতে হয়। কারণ, পার্লামেন্ট হাউসে বসে লুকিয়ে বার্গার বা অন্য কোনও কিছু খাওয়া আইনত বারণ। সেই নিয়ম লঙ্ঘনের দায়ে তিনি স্পিকারের কাছে ক্ষমা চান।

স্পিকারের উদ্দেশ্য বলেন, ‘আসলে আমার কাছে একটা চকোলেট বার ছিল। তাতেই কামড় বসিয়েছি। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুধবার দেশটির পার্লামেন্টে ট্রুডোর চকলেট খাওয়া প্রথম নজরে আসে কনজার্ভেটিভ সংসদ সদস্য স্কট রেইডের। এরপরই তিনি স্পিকার জিওফ রিগ্যানের কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে ভরা পার্লামেন্টে সবার সামনে উঠে দাঁড়িয়ে ঘটনার জন্য ক্ষমা চান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এরপর স্পিকার রিগ্যান এ সংক্রান্ত একটি আদেশ পুনরায় ঘোষণা করে বলেন, ‘ আমি কি পার্লামেন্ট সদস্যদের স্মরণ করিয়ে দিতে পারি যে, সংসদে খাবার অনুমোদিত নয়।’