লোকালয় ডেস্কঃ শ্রীলঙ্কায় নববর্ষ উদযাপনের সময় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩৯ জন। দেশটিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল নববর্ষ পালিত হয়। এই সময়ের মধ্যেই দুর্ঘটনার ঘটনাগুলো ঘটে।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, দেশটির পুলিশের মুখপাত্র এসপি রউয়ান গুনশেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের মুখপাত্র এস পি রউয়ান গুনশেখার বলেন, ‘বেশিরভাগ দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানো।’
তিনি আরও বলেন, ‘ট্রাফিক আইন লঙ্ঘন করায় সারাদেশে ৫শ’ ১৫ জনেরও বেশি গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সে সকল চালকদের বেশির ভাগই ছিলেন মদ্যপ অবস্থায়।’
যদিও নববর্ষ উপলক্ষে দেশটিতে গত ১২ এপ্রিল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।