শ্রীলঙ্কাও আশা করছে বাংলাদেশ ভালো খেলবে!

শ্রীলঙ্কাও আশা করছে বাংলাদেশ ভালো খেলবে!

টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে শ্রীলঙ্কা দল।

ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে (৭৯ রান) হারে বাংলাদেশ দল। এরপর টেস্ট সিরিজেও বাংলাদেশ ১-০ ব্যবধানে হেরেছে লঙ্কানদের কাছে। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা কি তাই খোঁচা দিলেন! টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে পেরেরা আশা প্রকাশ করলেন, আগের দুটি সিরিজের তুলনায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো খেলবে।

অথচ প্রতিপক্ষ দলের হার কামনা করেই মাঠে নেমে থাকেন যেকোনো খেলোয়াড়। পেরেরা কি এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম? না, এমন প্রশ্নের কোনো অবকাশ নেই। আসলে গত দুটি সিরিজে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে প্রতিপক্ষ দলের খেলোয়াড় হয়েও পেরেরা যেন কিছুটা মায়া দেখালেন! সে জন্য কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সই দায়ী। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ২২১ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ দল অলআউট হয়েছে মাত্র ১৪২ রানে! এরপর চট্টগ্রাম টেস্টে লড়াই করলেও মিরপুর টেস্টে তিল পরিমাণ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মাহমুদউল্লাহর দল। স্বাগতিকেরা সে রকম কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারায় তাই এটা ভেবে নেওয়াই যায় যে প্রতিদ্বন্দ্বিতার আঁচ পেতেই পেরেরা বাংলাদেশ দলের কাছ থেকে ভালো খেলার আশা করছেন!

সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা, যেখানে হার-জিত নিয়ে আগেভাগে কিছু বলা যায় না। কিন্তু যে দল তুলনামূলক কম ভুল করবে তারাই জিতবে। আমি জানি, বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ তারা টানা দুটি সিরিজ হেরেছে। আমার আশা, আগের দুটি সিরিজের তুলনায় বাংলাদেশ এ সিরিজে (টি-টোয়েন্টি সিরিজ) অপেক্ষাকৃত ভালো খেলবে।’

শেরেবাংলা স্টেডিয়ামে পরশু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল। তা, এ সিরিজে ফেবারিট দল প্রসঙ্গে পেরেরা খুব স্বাভাবিকভাবেই এগিয়ে রাখলেন তাঁর দলকে, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে আমি অবশ্যই বলব টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাই ফেবারিট। তার কারণ যে দল তুলনামূলক ভুল কম করবে, তারাই জিতবে।’
পেরেরা কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আগের দুটি সিরিজে বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা দল কম ভুল করেছে। এখন টি-টোয়েন্টি সিরিজে কোন দল কম ভুল করে, সেটাই দেখার বিষয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com