সংবাদ শিরোনাম :
শ্রীদেবীর মৃত্যুতে বাংলাদেশী তারকাদের শোক

শ্রীদেবীর মৃত্যুতে বাংলাদেশী তারকাদের শোক

শ্রীদেবীর মৃত্যুতে বাংলাদেশী তারকাদের শোক
শ্রীদেবীর মৃত্যুতে বাংলাদেশী তারকাদের শোক

বিনোদন ডেস্ক: বলিউডের দাপুটে অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর শুধু ভারতের শোবিজ অঙ্গনের বাসিন্দাদের হৃদয় ভাঙেনি, তাঁর এই আকস্মিক মৃত্যু কাঁদাচ্ছে বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও গানের জগতের বাসিন্দাদের। কেউই তাঁদের এই প্রিয় অভিনেত্রীর মৃত্যু মানতে পারছেন না। পর্দায় ক্যারিশমাটিক অভিনয়ের পাশাপাশি শ্রীদেবী তাঁর স্টাইল দিয়ে ভিনদেশেও তৈরি করেন বিরাট ভক্তকুল। সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশের শোবিজের বাসিন্দাদের মনে ঠাঁই করে নেন। প্রিয় অভিনেত্রীর এভাবে চলে যাওয়া কাঁদাচ্ছে সবাইকে। কেউ কেউ বলছেন, এক জীবনে সৌন্দর্য আর শিল্পকে একজন শিল্পী কতভাবে দর্শক অনুভূতি নাড়াতে পারেন, তার উদাহরণ তিনি। আজ ভোর রোববার থেকেই বাংলাদেশি তারকাদের ফেসবুকের নিউজফিডজুড়ে শুধুই শ্রীদেবী। নিজেদের কষ্টের অনুভূতি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আর টুইটারে। সমবেদনা জানিয়েছেন অভিনয়শিল্পীর পরিবারকে।

ফেরদৌসী রহমান
সাংস্কৃতিক অঙ্গনের বিরাট ক্ষতি হয়ে গেল।

রুনা লায়লা
শ্রীদেবীর মৃত্যুসংবাদে আমি মর্মাহত। অসাধারণ একজন অভিনেত্রী এবং চমৎকার মানুষ—খুব তাড়াতাড়ি চলে গেলেন আপনি। সৃষ্টিকর্তা আপনাকে শান্তিতে রাখুন।

সুবর্ণা মুস্তাফা
একজন অসাধারণ অভিনয়শিল্পী। খুব অসময়ে চলে গেলে। আল্লাহ তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।

নাশিদ কামাল
খুব জলদি তাঁকে হারিয়েছি।

আবিদা সুলতানা
সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে শান্তিতে রাখুন

জয়া আহসান
বড্ড অসময়ে চলে গেলেন। শান্তিতে থাকুন বলিউডের রানি।

বিজরী বরকতউল্লাহ
হৃদয় ভেঙে গেল, মর্মাহত হলাম—আমার শৈশবের ক্রাশ শ্রীদেবীর মারা যাওয়ার খবর শুনে। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিক এবং পরিবারকে শক্তি দিক।

আঁখি আলমগীর
বলিউড ডিভা এবং আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী শ্রীদেবী আর নেই!

শওকত আলী ইমন
এসব কী হচ্ছে?

দীপ খন্দকার
আপনি সব সময় হৃদয়ে থাকবেন

ঝুমু খান
আমি বেড়ে উঠেছি তাঁর অসাধারণ অভিনয় ও সৌন্দর্য দেখে। তিনি দেবী। শান্তিতে থাকুন।

তমালিকা কর্মকার
বিশ্বাস করতে পারছি না।

মোনালিসা
আমি মর্মাহত, ভীষণ মন খারাপ, ভাষা হারিয়ে ফেলেছি। আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনি সর্বদা আমার হৃদয়ে থাকবেন।

শানারেই দেবী শানু
জগতের অদ্ভুত নিয়ম। সব হারিয়ে যাবে একদিন। শ্রীদেবীর মতো রক্ত-মাংসের প্রতিমা মুখ নায়িকা হারাল পৃথিবী।

মৌটুসী বিশ্বাস
আপনার স্থান কেউ পূরণ করতে পারবে না।

দিঠি চৌধুরী
আমার হৃদয়ের রানি। আমি কীভাবে বিশ্বাস করব যে তিনি আর নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com