লোকালয় ২৪

শ্রমজীবীদের নিয়ে বিশেষ ‘ইত্যাদি’র প্রচার আজ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকার সাভারের ইপিজেডের সামনে ধারণ করা ইত্যাদির বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আজ। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এটি। এ পর্বটি উৎসর্গ করা হয়েছে শ্রমজীবী মানুষের উদ্দেশে।

ইত্যাদির এ পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে রয়েছে, চট্টগ্রামের বোয়ালখালীর-রক্তদাতা আশীষ কান্তি মুহুরি, কীটনাশকের বিকল্প, দেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোয় মালিক-শ্রমিকদের মধ্যে চমৎকার সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন।

এ ছাড়া শিল্প প্রতিষ্ঠানের কর্মবীরদের অংশগ্রহণে রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠও দিয়েছেন শ্রমজীবী শিল্পীরা। আরেকটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী ও সুবীর নন্দী। এ পর্বে দর্শক বাছাই করা হয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ও রফতানি পণ্য নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে।

দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মো. আবদুল জব্বার ও ফকির আলমগীর। আরো থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ।

বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।