লোকালয় ২৪

শেষ দিনে আ.লীগ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

শেষ দিনে আ.লীগ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

ষ্টাফ রিপোর্টার- সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ই মার্চ প্রথম ধাপে ময়মনসিংহ, সিলেট রাজশাহী ও রংপুর বিভাগের ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের তফসিলও ঘোষনা করেছে ইসি।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন আজ। এ উপলক্ষ্যে ৭ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল থেকেই ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।

তফসীল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

সূত্রমতে, ৮ই ফেব্রুয়ারী শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার আজই শেষ দিন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।