ধর্ম ডেস্কঃ বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার একইসাথে ঈশ্বর ও ধর্মগুরুকে ভণ্ড বলে মন্তব্য করেছেন।
২৬ এপ্রিল, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইটে এ মন্তব্য করেন তসলিমা নাসরিন।
টুইটারে তসলিমা লিখেন, ‘শুধুমাত্র ধর্মগুরুরা ভণ্ড নয়, দেবতারাও ভণ্ড।’
এর আগে গত মঙ্গলবার একই কায়দায় ধর্মগুরু, ঈশ্বর এবং তাদের ভক্তদের আক্রমণ করেছিলেন এই লেখিকা। সুস্থ ও শান্তিতে থাকার জন্য এদের থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন তিনি।
সেই টুইটে তসলিমা লিখেছিলেন, ‘ঈশ্বর এবং ধর্মগুরুদের অনেক অনুগামী অন্ধ হয়। তারা হিংসা ভালোবাসে। নিরাপদে থাকতে সবসময় ঈশ্বর, ধর্মগুরু এবং তাদের অন্ধ অনুগামীদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত।’