শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির তাগিদ প্রধানমন্ত্রীর ।

শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির তাগিদ প্রধানমন্ত্রীর ।

শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির তাগিদ প্রধানমন্ত্রীর

 

 

 

অনলাইন ডেস্কঃ আজ রোববার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

শীতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ রোববার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান অনুষ্ঠানে এ তাগিদ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। সামনে শীতে, যাতে এ পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে না পারে, সে জন্য আমাদের এখনই সব ধরনের পদক্ষেপ নিতে হবে।’

 

এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসহ (বিএবি) বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা পরিস্থিতি মোকাবিলায় ১৬৫ কোটি ৬০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করে।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাই সাধ্যমতো এগিয়ে এসেছেন। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সামনে শীত আসছে। ওই সময়ও করোনার প্রকোপ খারাপের দিকে যেতে পারে। এ বিষয়ে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে, যাতে কোভিড-১৯ ভয়াবহ আকার ধারণ করতে না পারে।’

 

করোনায়ও দেশের অর্থনীতি সচল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সব পরিস্থিতি বিবেচনায় এনে দেশের অর্থনীতিও সচল রাখতে হবে। ব্যবসা-বাণিজ্যও চালু রাখতে হবে। এ জন্য আমাদের যা করণীয়, তাই আমরা করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com