লোকালয় ২৪

শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাদাবি, গ্রেফতার ১

শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাদাবি, গ্রেফতার ১

লোকালয় ডেস্কঃ ঝালকাঠিতে শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেলা ডিপো ব্যবস্থাপকের কাছে চাঁদাদাবির মামলার অন্যতম আসামি ইয়াসিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ মে) দিবাগত রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ঝালকাঠি পৌর শহরের ডাক্তারপট্টি এলাকার আবদুর রশিদ ভূঁইয়ার ছেলে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

এর আগে ২২ এপ্রিল রোববার ডিপো ব্যবস্থাপক মাহবুবর রহমান বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ইয়াসিন কৌশলে শিল্পমন্ত্রীর নাম ব্যবহার করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ব্যবস্থাপকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।