লোকালয় ২৪

শিরোপা ধরে রাখতে পারেনি ছোট্ট মেয়েরা

খেলাধুলা ডেস্ক: পারলেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের ফুটবলাররা। পুরো টুর্নামেন্ট গোলের বন্যা বইয়ে দেয়া ছোট্ট মেয়েরা কাল সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে।

শনিবার ফাইনালে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুনীতা মুন্ডা। ম্যাচের ৬৬ মিনিটে তার গোলেই বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। গতবার এই ভারতকেই ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দেশের হয়ে প্রথম কোনো শিরোপা জেতায় মেয়েরা।

এবারও সেই লক্ষ্যের দিকে ভালোভাবেই এগোচ্ছিল মারিয়া মান্ডারা। আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে ২২ গোল দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০, পরের ম্যাচে নেপালকে ৩-০ এবং সেমিতে ভুটানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। তবে তীরে এসে তরী ডুবলো লাল-সবুজের পতাকাবাহীদের। গতবারের হারের প্রতিশোধ নিয়ে শিরোপা ঘরে তুললো ভারত।