লোকালয় ২৪

শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগের পরিণাম হবে ভয়ানক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের অন্য নেতাদের মুক্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আরো বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আপনারা আন্দোলন দমন করার জন্য শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ করেন তাহলে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি শিক্ষার্থীদের ওপর দমন ও নিপীড়ন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিপীড়নমূলক নীতি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে পারবেন না।’ ‘শিক্ষার্থীদের প্রতিহত করতে’ সরকারের নেয়া জঘন্য পরিবহন ধর্মঘট কর্মসূচির নিন্দা জানান তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘একজন মন্ত্রীর সংগঠনের পরিবহন ধর্মঘটের কারণে জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। এ জন্য সরকার দায়ী। সরকার শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর জন্য ছাত্রলীগ ও পুলিশকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যেভাবে তারা আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করেছিল।’

বিএনপির এ নেতা মনে করেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন সরকারের বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভের প্রকাশ। ‘এই সরকারের প্রতি কোনো শিক্ষার্থী ও দেশবাসীর আস্থা নেই।’ মওদুদ দেশের পরিবহন খাতের নৈরাজ্য এবং খারাপ রাস্তার জন্য নৌ-পরিবহনমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে দায়ী করেন। সেই সাথে তিনি দুই মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। ইউএনবি।