লোকালয় ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে হোম কোয়ারেন্টাইনে আছেন শিক্ষার্থীরা। ঘরবন্দী থাকার কারণে নেই পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের টিউশনি। মাস শেষে টিউশনির টাকায় মিটিয়ে যেতো খরচাপাতি। দাঁড়ানো হতো পরিবারের পাশে। এখন এসবের কিছুই নেই।
তাই অস্বচ্ছল এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। গত ১০ দিন ধরে বিভিন্ন বিভাগে এসব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গঠন করা হয়েছে একটি ত্রাণ তহবিল কমিটি।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ তাদের উন্নয়ন তহবিল ও ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছে। শিক্ষার্থীদের খোঁজ-খবর রাখা ও আর্থিক সাহায্য প্রদান করার এমন চিত্র বিশ্ববিদ্যালয়টির সব বিভাগেই।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ জানান, শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলেই যথাযথ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। আমাদের উপাচার্য স্যারের আহ্বানে সাড়া দিয়ে লোকপ্রশাসন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগেই এই কার্যক্রম চলছে।