‘শিক্ষার্থীদের আন্দোলন আমাদের কাঁপিয়ে দিয়েছে’

‘শিক্ষার্থীদের আন্দোলন আমাদের কাঁপিয়ে দিয়েছে’

Hewlett-Packard

নিজস্ব প্রতিবেদকনিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘জাতীয় ঐক্যের পথ’ দেখিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ‘বর্তমান বিপজ্জনক পরিস্থিতি’ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি সব কিছু ধ্বংস করে দিচ্ছে। তারা বর্তমান পরিস্থিতি থেকে গণমাধ্যমের চোখ সরাতে সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। তবে শিক্ষার্থীরা আমাদের বুঝিয়ে দিয়েছে যে, রাষ্ট্রের আসলেই মেরামত দরকার।’

ফখরুল বলেন, ‘দেশের বর্তমান বিপজ্জনক পরিস্থিতির উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা এ বিষয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন আমাদের সবাইকে কাঁপিয়ে দিয়েছে। আমাদের ছেলেরা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যাতে আমরা সবাই এক হতে পারি।’

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে অংশ নিয়ে ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, এখন এটা আমাদের দায়িত্ব যাতে রাষ্ট্রের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। ছাত্র আন্দোলনে উস্কানি দেয়া ও আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগে মির্জা ফখরুল ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‌’মামলা এখন আর কোনো সমস্যা না, আমি ৮৬টি মামলা মোকাবেলা করেছি। বিএনপির অনেক নেতা ১৫০-২০০ মামলা মোকাবেলা করেছেন। এখন আর মামলা দিয়ে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না।’

পরে মির্জা ফখরুল হাইকোর্টে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন। ছাত্র আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন বিষয়ে তিনি আলোচনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মামলায় আসামি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট এইচএম তোহার আদালতে জননেত্রী পরিষদের প্রেসিডেন্ট এবি সিদ্দিকি এ মামলা দায়ের করেন। ইউএনবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com