বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক জানান, তাকে শুক্রবার লাঞ্ছিত করা হলেও সম্মানহানির ভয়ে তখন তিনি কাউকে জানাননি।
“রোববার ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আটজনের নাম উল্লেখ করে আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন।”
এজাহারভুক্ত আট আসামি হলেন – কাঁঠালিয়া গ্রামের মাসুম, এনামুল, রেজাউল, জাকির, মিনজু, জাহাঙ্গীর, সোহেল ও মিরাজ।
ওই শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে তাদের মাদ্রাসার জমি দখল করে অন্য একটি মাদ্রাসা নির্মাণের চেষ্টা করছেন এলাকার কয়েক ব্যক্তি। এ ঘটনায় একটি মামলাও আদালতে চলছে।
এই বিরোধের জেরে আসামিরা তার মাথায় মল ঢেলে লাঞ্ছিত করার পাশাপাশি গুম-খুনের হুমকি দেয় বলে তার অভিযোগ।
রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, “মাদ্রাসার জমি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।”