স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় অবৈধ স্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ অফিস আদালতের সরকারি-বেসরকারি কর্মকর্তারা সময়মতো যেতে পারছেন না। ওই এলাকার পৈল সড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ওই সড়ক দিয়ে যানজটের কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। পূর্বের জেলা প্রশাসক কামরুল হাসান ও পৌরসভা যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু ইদানিং আবারও তারা অবৈধ স্থাপনায় কেউ কেউ ঘর তুলে ব্যবসা করছেন। আবার ভাড়াও দিচ্ছেন। আর এসব অবৈধ স্থাপনায় রয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। যার ফলে সরকার মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ফল, বিভিন্ন স্টলসহ বিভিন্ন ধরণের দোকান রয়েছে। অনেকেই জানান, কয়েকজন প্রভাবশালীকে তারা প্রতিমাসে দোকান ভাড়া দেন। তারাই কিছু অসাধু পিডিবির কর্মচারীকে ম্যানেজ করে বিদ্যুত সংযোগ দিয়েছেন। তবে পৌরসভা সূত্রে জানা গেছে, বারবার নিষেধ করা স্বত্তেও আমলে নিচ্ছে না তারা। মিটিংয়ের মাধ্যমে প্রশাসনকে নিয়ে তাদেরকে উচ্ছেদ করা হবে।