শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩০) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরহেদটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরহেদটি উদ্ধার করে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার পরিচয় পাওয়া না গেলেও তবে তার পড়নে সাদা সার্ট ও চেক লুঙ্গি ছিল