লোকালয় ২৪

শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা- চোলাইমদসহ গ্রেফতার ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উবাহাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুর আলী ফকির (৪৫) ও একই উপজেলার ফরিদপুর গ্রামের ডাক্তার নাজির হোসেন ছেলে মনির মিয়া (২৮)। জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র সরকার, এসআই বিধান, এসআই ইমাম হোসেনসহ একদল পুলিশ পৌরসভাস্থ হাসপাতাল রোডে অভিযান চালিয়ে মনির ফার্মেসীর সামন থেকে মনিরকে ৪০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া দিবাগত রাতে ওসি মোজাম্মেল ও ইন্সপেক্টর তদন্তসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পুরানবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে মদ পাচারকালে নুর আলী ফকিরকে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানাগেছে পুলিশ বিভাগের আইজিপি ড.বেনজির আহমেদ এর নির্দেশে দেশব্যাপী মাদক নির্মূলের লক্ষে কাজ করছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার আনাচে-কানাচে মাদক বন্ধ করতে রীতিমত উঠে পড়ে লেগেছেন । ওসির হস্তক্ষেপে থানার বিভিন্ন ইউনিয়ন ও স্থানে নিজে উপস্থিত থেকে সূধীজন ও জণসাধারদের নিয়ে মাদক বিরোধী সভা করে আসছেন। ওসি মোজাম্মেল হোসেন জানান, অপরাধ দমনের পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলা মাদক মুক্ত করার প্রত্যয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের সাথে জড়িতদের সমাজ থেকে নির্মুল করা হবে। ইতিমধ্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের তালিকা করা হয়েছে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে উল্লেখ করে বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।