লোকালয় ২৪

শায়েস্তাগঞ্জে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

শায়েস্তাগঞ্জে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

লোকালয় ডেস্কঃ রমজান শুরু হওয়ার আগেই শায়েস্তাগঞ্জে কাঁচা মরিচ এর কেজি ৮০ টাকা বিক্রি হচ্ছে। এর সাথে বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম।

শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার, দাউদনগর বাজার ও আলীগঞ্জ বাজার (ড্রাইভার বাজার) সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ৮০ টাকা, টমেটো ৬০ থেকে ৬৫, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, আলু ২৫ টাকা বরবাটি ৫০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৪৫ টাকা, চিনি ৬০ টাকা, ছানা ৭৮, রসুন ৬০, আদা ১২০, ডাল ১৬০, তেল ১০৫ টাকা, গুড়া মরিচ ২২০, হলুদ ১৪০, জিরা ৩০০ টাকা, গরুর মাংস ৫৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রমজান শুরু হওয়ার আগেই শায়েস্তাগঞ্জে বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করায় সাধারণ মানুষ শাকসবজি ও মুদি মাল ক্রয় করতে হিমশিম খাচ্ছে।

বাজারে অনেক ক্রেতাদের সাথে আলাপকালে জানায়, বর্তমানে যে মূল্য রয়েছে যদি না বাড়ে তাহলে ঠিক আছে। কিন্তু রমজান আসার আগেই কাঁচা মরিচসহ অন্যান্য দাম বাড়ায় আমরা হতাশ। বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন রাখা সম্ভব বলে জানায় অনেকেই।