শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনয়নের গরীব-অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদে চিকিৎসা আয়োজন করা হয়।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুন নুর চৌধুরীর পুত্র লন্ডন প্রবাসী ব্যারিষ্টার তারেক চৌধুরীর অর্থায়নে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চক্ষু চিকিৎসার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত চিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ডাঃ মোঃ জমির আলী, তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।