জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ নছরতপুর পুলিশের সাথে সিএনজি শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় আটক ৬ জনের ২ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত রবিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আছমা বেগমের আদালতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মানিকুল ইসলাম তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পুলিশ রিমান্ড নামঞ্জুর করে ২ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেন। শুনানীকালে আসামীপক্ষের আইনজীবি এডভোকেট ত্রিলোক কান্তি বিজন, আব্দুস শহীদ সরকার, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সুবীর রায়, মোঃ আতাউর রহমান ও খোকন চন্দ্র গোপ সহ অর্ধশতাধিক আইনজীবি আদালতকে বলেন পুলিশ নিরীহ শ্রমিকদেরকে গ্রেফতার করে অমানসিক নির্যাতন করেছে। আবারও যদি তাদের রিমান্ডে নেয়া হয় তাহলে তারা পঙ্গু হয়ে কারাগারে যাবে। সিএসআই সুজন চন্দ দেব বলেন, আসামীদের কাছ থেকে আর কারা কারা জড়িত ছিল তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া প্রয়োজন। উল্লেখ্য, ২৭ শে এপ্রিল নছরুতপুর সড়কে সিএনজি ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আওয়ামীলীগ নেতা সিতার মিয়া ট্রাক চালক উসমান গনি, দিদার হোসেন, আব্দুল আলী ও জয়ধন সহ ১৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।