লোকালয় ২৪

শায়েস্তাগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি

শায়েস্তাগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি

বার্তা ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আগাম কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে ঝড়ে বিভিন্নস্থানে কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্থ হয়। গাছপালা উপড়ে পড়ে। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মহাসড়কের বিভিন্নস্থানে গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ ছিল। বোরো ধান, ভুট্টা, গম, আম, তরমুজ, টমেটো, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের ফসল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শতবর্ষ পূর্তি উৎসবের বিশাল প্যান্ডেল ঝড়ে ভেঙ্গে পড়েছে।

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব আ.স.ম আফজল আলী বলেন, রাতে ঝড়ে প্যান্ডেল ভেঙ্গে পড়েছে। এতে ব্যাপক আকারে ক্ষয়-ক্ষতি হয়েছে, তবে সকাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ও প্যান্ডেল তৈরীর প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।